• আম্বেদকরের স্বপ্নপূরণ করছে দিল্লি সরকার: কেজরিওয়াল
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  শিক্ষায় বরাবরই জোর দিয়েছে তাঁর সরকার। দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, সঠিক মানের শিক্ষায় জোর দিতে তিনি বরাবরই বদ্ধপরিকর। তাঁকে যতবার সমন পাঠানো হয়েছে তার থেকে বেশি তিনি স্কুল তৈরি করেছেন। বিজেপিকে একহাত নিয়ে কেজরিওয়ালের দাবি, কেন্দ্রীয় এজেন্সি এমনভাবে তাঁর সঙ্গে ব্যবহার করছে যেন তিনি একজন বড় সন্ত্রাসবাদী। দিল্লির মুখ্যমন্ত্রী এদিন বলেন, দিল্লিতে সকলেই নিখরচায় সঠিক শিক্ষা গ্রহণ করছে। প্রতিটি স্কুলবাড়িকে নতুনভাবে সারিয়ে তাকে পঠনপাঠনের উপযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি অনেকগুলি নতুন স্কুলও তৈরি করা হয়েছে। ডা. বিআর আম্বেদকরের কথা টেনে এনে কেজরিওয়াল বলে শিক্ষা নিয়ে তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে আপ সরকার। প্রসঙ্গত, আপের প্রধানকে ১৭ ফেব্রুয়ারি দিল্লি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক তছরুপ মামলায় ইডি কেজরিওয়ালকে পাঁচবার সমন পাঠায়। তবে প্রতিটি সমনই এড়িয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী। এরপরই কেজরির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ইডি। 
  • Link to this news (আজকাল)