• আরাবুলের ১২ দিনের পুলিশ হেফাজত
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিপাকে আরাবুল ইসলাম। তৃণমূল নেতাকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। এদিন শুনানিপর্বে ১৪ দিনের পুলিশ হেফাজত চান সরকার পক্ষের আইনজীবী। আইএসএফ কর্মী খুনের ঘটনায় আরাবুলের যুক্ত থাকার পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে আরাবুল ইসলামের আইনজীবীরা আদালতে জানান, আরাবুল এই ঘটনার সঙ্গে যুক্ত নন। রাজনৈতিক প্রতিহিংসায় এসব করা হচ্ছে। আরাবুল যে অসুস্থ, একথাও বিচারককে জানান তৃণমূল নেতার আইনজীবীরা। ৮ মাসের পুরনো মামলায় হঠাৎ আরাবুলকে গ্রেপ্তার কেন, এবিষয়েও প্রশ্ন তোলেন তাঁর আইনজীবী। যদিও উভয়পক্ষের সওয়াল জবাব শেষে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বারুইপুর আদালতের বিচারক। ২১ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের সময় অশান্তি, মনোনয়নে বাধা দেওয়া, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হন আরাবুল ইসলাম। ভাঙড়ের কাশীপুর থেকে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাকে।
  • Link to this news (আজকাল)