• পাণ্ডুয়ায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: রহস্যজনকভাবে শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পাণ্ডুয়ায়। গেঞ্জি কারখানা থেকে উদ্ধার হয়েছে শ্রমিকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের হারাল গ্রামে। মৃত শ্রমিকের নাম তাপস রায়, বাড়ি বর্ধমানের মেমারির খেরো এলাকায়। জানা গিয়েছে, এদিন রাইস মিল থেকে লরিতে করে তুষ নিয়ে আসে ওই গেঞ্জি কারখানার সাতজন শ্রমিক। লরি খালি করে শ্রমিকরা চলে যায়। কেউ যায় স্নান করতে, কেউ শৌচালয়ে, কেউ আবার খেতে চলে যায়। তবে বেশ কিছু সময় ধরে তাপসকে দেখতে পাওয়া যাচ্ছিল না। শুরু হয় খোঁজ। দেখা যায় কারখানার বয়লারের হপারের ভেতরে পড়ে রয়েছে তাপস। তার একটি পা চোঙার বাইরে বেরিয়ে রয়েছে। গ্যাস কাটার দিয়ে হপারের নিচের অংশটা কেটে বের করে আনা হয় শ্রমিককে। পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশের অনুমান সংলগ্ন এলাকায় যাতায়াতের সময় ওই শ্রমিক পা পিছলে হপারে পরে যায়। সম্ভবত দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাণ্ডুয়া থানার ওসি শিবাজি গুহ খবর পেয়ে ঘটনাস্থলে যান। শ্রমিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। দিলীপ মূর্মু ও মঙ্গল ক্ষেত্রপাল নামে দুই শ্রমিক বলেছেন, তাঁরা এক সঙ্গে লরি খালি করেছেন। তারপর যে যার কাজে চলে যান। তারপর থেকেই আর তাপসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 
  • Link to this news (আজকাল)