• ব্যবসা বাড়লো বন্ধন ব্যাঙ্কের
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ব্যবসা বাড়লো বন্ধন ব্যাঙ্কের। ২০২৩-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কের ব্যবসার ১৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। যা টাকার অঙ্কে ২.৩৩ লক্ষ কোটি। শুক্রবার ২০২৩-২৪ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করে ব্যাঙ্কের তরফে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, গত আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত ১৫ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। এইমুহুর্তে ব্যাঙ্কের মোট আমানত ১.১৭ লক্ষ কোটি টাকা। ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, "বহুবছর ধরেই তৃতীয় ত্রৈমাসিকটা আমাদের ব্যাঙ্কের জন্য বৃদ্ধির পর্ব।" এদিন বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হয়, তাদের মোট আমানতের মধ্যে খুচরো বা রিটেইল ব্যবসার পরিমাণ ৭১ শতাংশ। একদিকে যেমন আমানতের পরিমাণ বেড়েছে তেমনি এই ত্রৈমাসিকে গোটা দেশে ব্যাঙ্ক ২৬টি নতুন শাখা চালু করেছে। এইমুহুর্তে গোটা দেশে তাদের ৬২৫০টির বেশি "আউটলেট"-এর মাধ্যমে ৩ কোটি ২৬ লক্ষেরও বেশি গ্রাহককে পরিষেবা দেওয়া হচ্ছে। গোটা দেশে ৭৫,০০০-এর বেশি কর্মচারী ব্যাঙ্কে কর্মরত আছেন। এর পাশাপাশি ব্যাঙ্কর কোর ব্যাঙ্কিং সিস্টেম আপগ্রেড করা হয়েছে। এমডি এবং সিইও বলেন, "এই ত্রৈমাসিকের শুরুতে আমরা কোর ব্যাঙ্কিং সিস্টেম বা সিবিএস আপগ্রেড করেছি। এই নতুন সিস্টেম-এর সঙ্গে আমরা আরও ভালো ব্যবসা পাওয়ার ব্যাপারে আত্মপ্রত্যয়ী। ব্যাঙ্ক সমস্ত গ্রাহককে তাঁদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পণ্য ও পরিষেবা জোগাতে বদ্ধপরিকর। এর পাশাপাশি আমরা দেশজুড়ে আরও বেশি মানুষের কাছে সক্রিয়ভাবে পৌঁছনোর ও আমাদের বিতরণ ব্যবস্থা আরও সম্প্রসারণ করার পথগুলির মূল্যায়ন করতে থাকব।" ইতিমধ্যেই নতুন নতুন ক্ষেত্রে ব্যবসা বাড়াতে এগিয়ে এসেছে বন্ধন ব্যাঙ্ক।
  • Link to this news (আজকাল)