Pakistan election results 2024: পাকিস্তানে কার সরকার, কোন দল এগিয়ে? ইমরান, নওয়াজের মধ্যে কে হচ্ছেন প্রধানমন্ত্রী, তুঙ্গে চর্চা!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের ২৬৬টি আসনে এখনও ভোট গণনা চলছে। ভোট গণনা বিলম্ব হওয়ায় সব দলের উত্তেজনা বেড়েছে। এখন পর্যন্ত ২১৮টি আসনের ফলাফল সামনে এসেছে। এর মধ্যে ইমরান খানের দল পিটিআই ৮৩টি আসনে, নওয়াজ শরিফের দল পিএমএল-এন ৬৫টি আসনে, বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি ৪২টি আসনে, মাওলানা ফজলুর রহমানের দল জেইউআই-এফ একটি এবং অন্যান্য ছোট দল ২৭টি আসনে জয়ী হয়েছে। গত রাতে, জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়, নওয়াজ শরিফ দাবি করেছিলেন যে তার দল সর্বাধিক সংখ্যক আসন পেতে চলেছে এবং সরকার গঠনের জন্য তিনি অন্য সব দলের সঙ্গে আলোচনা করছেন।