• 'জয়ী' দাবি করে জোট সরকার গঠন করতে চাইলেন নওয়াজ শরিফ...
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয় পেলেন সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি জানিয়েছেন, তাঁর দল দেশে বৃহত্তর একক দল হিসেবে ভোট পেয়ে জয়ী হয়েছে। তবে, একক সরকার গঠনের জন্য মোট ১৩৩ আসনের দরকার ছিল নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের। দেশটির নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ৬১ আসন পেয়েছে পিএমএলএন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান বর্তমানে যে জায়গায় সেখান থেকে দেশের উন্নতির চেষ্টা করবেন তিনি। প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক রক্ষা করবে তাঁর সরকার। নওয়াজ জানিয়েছেন, তিনি জোট সরকার গঠনের পথে হাঁটবেন। একক সরকার গঠন করতে না পারলেও তাঁর দল অন্যান্য দল গুলির সঙ্গে যোগাযোগ করবে। উল্লেখ্য, লাহোরে জয়ী হয়েছেন নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। এনএ-১১৯ নম্বর আসন থেকে জয় পেয়েছেন নওয়াজ শরিফের কন্যা। মোট ৮৩ হাজার ৮৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)