• টি-২০ বিশ্বকাপই শেষ, তারপর ক্রিকেটকে গুডবাই জানাবেন ওয়ার্নার ...
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টেস্ট এবং একদিনের ক্রিকেটের পর এবার টি-২০ ক্রিকেটকেও বিদায় জানানোর জন্য তৈরি ডেভিড ওয়ার্নার। শুক্রবার জানান, টি-২০ বিশ্বকাপের পর আর বাইশ গজে দেখা যাবে না তাঁকে। সব ধরনের ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। এদিন ওয়ার্নারের ৩৬ বলে করা ৭০ রানে ভর করে প্রথম টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারায় অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হন ওয়ার্নার। ম্যাচের শেষেই নিজের অবসর নিয়ে সরাসরি মন্তব্য করেন। একই বছর ক্রিকেটের তিন ফরম্যাট থেকে সরে যাচ্ছেন। বছর শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে জীবনের শেষ টেস্ট খেলে ফেলেন। বিশ্বকাপে শেষ হয় একদিনের আন্তর্জাতিক কেরিয়ার। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে যাওয়ারও সিদ্ধান্ত নিয়ে ফেললেন। টি-২০ ক্রিকেটে এদিন দেশের হয়ে ১০০তম ম্যাচ খেলেন ওয়ার্নার। তৃতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটে একশোর বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। জয়ের পর ওয়ার্নার বলেন, "জয় দিয়ে শুরু করতে পেরে ভাল লাগছে। আমি টি-২০ বিশ্বকাপ খেলে শেষ করতে চাই। পরের ছয় মাসের যাত্রা স্পেশাল।" অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে, ক্রিকেটের সব ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে অবসর নেওয়ার সুযোগ পাবেন ওয়ার্নার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। নভেম্বরে একদিনের বিশ্বকাপ জেতেন। টি-২০ বিশ্বকাপ জিতলে, একই বছর তিন ফরম্যাটে বিশ্বজয়ের রেকর্ড করবে ওয়ার্নারের দল। 
  • Link to this news (আজকাল)