• সপ্তাহান্তে শৈত্যপ্রবাহ, সরস্বতী পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা ...
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহে সপ্তাহে রূপ বদলাচ্ছে শীত। এবার শীত খুব বেশিদিন স্থায়ী না হলেও, বেশ কয়েকদিনেই আবার শীতের কামড় ছিল লক্ষ্যনীয়। মাঝে কয়েকদিনে শীতের ভাব দূর হয়েছিল। তাপমাত্রা বাড়ায় শীতের পোশাক ব্যবহারও কমে আসছিল। তবে ফের শীতের কামব্যাক। তেমনটাই বলছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সপ্তাহান্তে নিম্নমুখী থাকবে তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট। শনি-রবিবার পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি থাকবে শৈত্যপ্রবাহ, শৈত্যপ্রবাহ দিনাজপুরেও। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা থাকবে। তবে এই শৈত্যপ্রবাহও কেবল এই সপ্তাহান্তেই। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা। সরস্বতী পুজোর আগেই বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। মঙ্গল-বুধে বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া-পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ওড়িশাতেও রবি-সোমে বৃষ্টি সম্ভাবনা। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও মধ্য ভারতের । শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ছত্রিশগড়ে। সোমবার থেকে বুধবার বৃষ্টি হতে পারে উত্তর প্রদেশ বিহার এবং ঝাড়খন্ডে।
  • Link to this news (আজকাল)