• রায়গঞ্জে ১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ১
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রায়গঞ্জে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ। বাংলাদেশ থেকে ওই বিষ ভারতে পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। রায়গঞ্জের শ্রীরামপুর সীমান্ত চৌকি এলাকা থেকে এই বিষ উদ্ধার করেছে ৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হিলি থানার অন্তর্গত জামালপুর এলাকায় তপন অধিকারী নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় জওয়ানরা। তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় সাপের বিষ সহ একটি কাঁচের জার। তার মধ্যে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের তরল বিষ ছিল বলে জানিয়েছে বিএসএফ। আন্তর্জাতিক বাজারে এই বিষের মূল্য প্রায় ১২ কোটি টাকা। আটক করা হয় ওই ব্যাক্তিকে। জেরায় ধৃত ব্যাক্তি জানিয়েছে, বাংলাদেশের দিনাজপুর জেলার গোয়ালাপাড়া গ্রামের কালু মণ্ডল নামে এক ব্যক্তির থেকে সেই বিষ সংগ্রহ করেছিল তপন। বাজেয়াপ্ত বিষ সহ তপনকে বালুরঘাটের ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)