• Zoological Park: অভাবনীয় বিস্ময় আর মাত্র কয়েকদিনেই! চিড়িয়াখানায় পর্যটকদের ভরপুর বিনোদনে ইতিহাস গড়বে নয়া অতিথিরাই
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • Zoological Park:

    বাঘ, ভালুক, হাতি, গন্ডার সবই রয়েছে। অভাব ছিল শুধু পশুরাজের। জঙ্গলে রাজা থাকবে না, এটা আবার হয় নাকি! সেই অভাবও পূরণ হতে চলেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park, Siliguri)। পরিকল্পনামাফিক সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই শিলিগুড়িতে আসছে ত্রিপুরার সিংহ। ইতিমধ্যেই ত্রিপুরার সিপাইজলা চিড়িয়াখানা (Sepahijala Zoological Park) থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারির উদ্দেশ্যে সড়কপথে রওনা দিয়েছে দুটো করে সিংহ (Lion) এবং চশমামুখো বাঁদর (Monkey)। চলতি মাসের ১১ তারিখ সাফারি পার্কে পৌঁছানোর কথা রয়েছে পশুরাজ ও বাঁদরদের। সেইমতো প্রস্তুতিও শুরু হয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)