• Sandeshkhali: প্রতিবাদের আগুন জ্বলছে সন্দেশখালিতে! অশান্তি থামাতে ১৪৪ ধারা, দ্বীপাঞ্চলে ছয়লাপ পুলিশ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • Sandeshkhali:

    গত বুধবার থেকে প্রতিবাদের আগুন জ্বলছে সন্দেশখালিতে। উত্তর ২৪ পরগনার এপ্রান্তে আইন হাতে নিয়েই প্রতিবাদে নেমে বেপরোয়াভাবে চলে ভাঙচুর-আগুন। তৃণমূল (TMC) নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ও তার ঘনিষ্ঠ উত্তম সরদার (Uttam Sardar), শিবু হাজরা (Shibu Hazra)-সহ এলাকায় তাদের অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এই দ্বীপাঞ্চলের আদিবাসী সমাজ (Adibasi) থেকে শুরু করে স্থানীয় অন্য বাসিন্দারা। মহিলারা হাতে লাঠি, ঝাঁটা, কাঠারি, বাঁশ নিয়ে প্রতিবাদ দেকিয়েছেন গত কয়েকদিন ধরে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)