• Taslima Nasrin: ফের বিতর্ক তৈরি লেখিকা তসলিমার, প্রেমিক যুগল মুশতাক-তিশা ইস্যুতে টানলেন নবি-প্রসঙ্গ!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • Khadakar Mustaq Ahmed-Sinthia Islam Tisha-Taslima Nasrin:

    প্রেমের সপ্তাহে সাড়া জাগানো যুগল মুশতাক-তিশার পাশে এবার বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আর, এই ইস্যুতে তিনি টেনে আনলেন খোদ নবি হজরত মহম্মদের প্রসঙ্গ। স্বামী ও স্ত্রীর বয়সের ব্যবধান ৪২ বছর। বাবার চেয়েও আট বছরের বড় ব্যক্তিকে বিয়ে করেছেন বছর ১৮-র তরুণী সিনথিয়া ইসলাম তিশা। তিনি বর্তমানে ১৯ আর তাঁর স্বামী মুশতাক খন্দকর আহমেদের বয়স ৬০। এত বয়সের ব্যবধানে কেন বিয়ে, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এমনকী, এই দম্পতিকে হয়রান করারও অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন বিতর্কিত লেখিকা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)