• Shreyas Iyer: চোটের বাহানায় টিম ইন্ডিয়া থেকে ‘ঘাড়ধাক্কা’ তারকাকে! বড় সিদ্ধান্তে চমক দিল বিসিসিআই
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • India vs England Test series:

    ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে শুক্রবার বলা হয়েছিল, শ্রেয়স আইয়ারের ইনজুরির কবলে পড়েছেন।

    সেই জন্যই সম্ভবত শেষ তিন টেস্টে তাঁকে না-ও রাখা হতে পারে। ফরোয়ার্ড ডিফেন্স-এর সময় শ্রেয়সের কুঁচকি এবং পিঠের পেশি নমনীয়তা হারাচ্ছিল। গত বছরই পিঠের অস্ত্রোপচারের পর এই সমস্যা এবারেই প্ৰথম অনুভব করছিলেন তারকা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)