• জমে উঠেছে অমর একুশে বইমেলা, লোকে লোকারণ্য মেলা চত্বর
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বইমেলায় মেতে উঠেছে ওপার বাংলার বাঙালিরা। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা। প্রায় প্রতিদিনই মেলায় প্রবেশের প্রধান পথে লক্ষ্য করা গেছে পাঠক-দর্শকের দীর্ঘ লাইন। মেলার ভেতরেও একাধিক বইয়ের প্যাভিলিয়ন-স্টল ঘিরে পাঠকের তীব্র ভিড়। কেউ পছন্দের বই উল্টে দেখছেন, কেউ তুলছেন ছবি। কেউ-বা প্রিয় লেখক, বন্ধু, পরিচিতজনদের সঙ্গে মজেছেন আড্ডায়। পাঠকদের দেখা গেল লম্বা লাইন দিয়ে প্রিয় সাহিত্যিকের সই সংগ্রহ করতে। শুক্রবার বইমেলায় যেন লোক-লোকারণ্যে পরিণত হয়েছে। মেলায় আগ্রহী পাঠক যেমন রয়েছেন, তেমনি রয়েছেন দর্শনার্থীরা। ছুটির দিনে সুযোগ পেয়ে মেলায় এসেছেন বিভিন্ন পেশার মানুষরা। ছুটির দিনে মেলায় পাঠক যেমনছিলেন, তেমন ছিল লেখকদেরও উপস্থিতি। তাঁদের ঘিরে তৈরি হয় বড়সড় জটলা। এদিকে ছুটির দিনে বিক্রি নিয়ে খুশি প্রকাশন সংস্থাগুলি। তারা জানিয়েছে, মেট্রোরেলের কারণে এবার উপস্থিতি ভালো, বিক্রিও সন্তোষজনক। সবমিলিয়ে জমজমাট এবারের বইমেলা।
  • Link to this news (আজকাল)