• অপারেশনের পর হারিয়েছে দৃষ্টিশক্তি, অভিযোগ গুজরাটের একটি হাসপাতালের বিরুদ্ধে...
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  গুজরাটের পাটান জেলার সর্বোদয় আই হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সাতজন রোগী অভিযোগ করেছেন হাসপাতালে চোখের অপারেশন করানোর পর তাঁরা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের চোখে সংক্রমণের ফলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মোট ১৩ জন রোগীর চোখের অপারেশন করা হয় হাসপাতালে। রোগীদের অভিযোগের ভিত্তিতে গুজরাটের স্বাস্থ্য মন্ত্রী ঋষিকেশ প্যাটেল একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, দোষীদের উপযুক্ত শাস্তি হবে। বিগত এক মাসের মধ্যে গুজরাটে এই ঘটনা ফের ঘটল। প্রসঙ্গত, ১০ জানুয়ারি আহমেদাবাদ জেলায় এক বৃদ্ধের চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিল অপারেশন করার পর। সেবারেও চোখে সংক্রমণ হয়েছিল বলেই খবর মিলেছে। হাসপাতালে এক চিকিৎসক জানিয়েছেন, সাতজনের মধ্যে পাঁচজনের চোখের পরিস্থিতি খুবই খারাপ ছিল। চিকিৎসকরা যতটা পেরেছেন করেছেন।      
  • Link to this news (আজকাল)