• দেশের বিভিন্ন প্রান্তে চলছে শৈত্যপ্রবাহ
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  এখনও থাকবে শীতের দাপট। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে হিলাচল, পাঞ্জাবে চলবে শৈত্যপ্রবাহ। অন্যদিকে মধ্য প্রদেশের বেশ কয়েকটি অংশে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে দিল্লির আকাশ পরিষ্কার থাকবে। দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছে। সর্বনিম্ন থাকবে ৬ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি মধ্য প্রদেশ, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গেও আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ চলবে। হিলাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরের পর্যটকদের জন্য সুখবর। সেখানকার বরফের চাদর চুটিয়ে উপভোগ করছেন সকলেই। অন্যদিকে সোনমার্গে শীতে কাঁপছে সকলেই। সেখানে রাতের দিকে তাপমাত্রা মাইনাসের অনেক নীচে নেমে গিয়েছে বলেই জানা গিয়েছে। মধ্য প্রদেশ, বিদর্ভে হাল্কা বৃষ্টি হবে। ফলে সেখানকার আকাশ মেঘলা থাকবে।    
  • Link to this news (আজকাল)