• গোলমাল করলে কপালে কষ্ট আছে, সন্দেশখালি নিয়ে বার্তা পুলিশের ...
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। দিনভর উত্তেজনা জারি থাকার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাতে ত্রিমোহিনী বাজার-সহ সন্দেশখালি থানা এলাকায় জারি হয় ১৪৪ ধারা। পুলিশের তরফ থেকে বার্তা দেওয়া হল, গোলমাল করলে কপালে কষ্ট আছে। শনিবার বারাসতের ডিআইজি জানান, "আমরা আর কোনও ঝামেলা করতে দেব না। আজ মাধ্যমিক পরীক্ষা আছে, আমরা পরীক্ষার্থীদের প্রয়োজনে সাহায্য করব। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইন্টারননেট বন্ধ। কেউ ঝামেলা করলে কঠিন ব্যবস্থা। কেউ গন্ডগোল করবেন না, তাহলে কপালে কষ্ট আছে।" এলাকাবাসীদের সকলকে বাড়িতে থাকার বার্তা দিয়েছেন তিনি। শুক্রবার সকালে জেলিয়াখালিতে শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্ম ও বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। লাঠি হাতে রাস্তায় নামেন এলাকার মহিলারা। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রয়েছে বিশাল পুলিশ বাহিনি। শনিবার সকালেও থমথমে ছিল এলাকার পরিস্থিতি। বেলা বাড়তে সেখানে বিজেপির প্রতিনিধি দল গেলে, তাদের এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। সন্দেশখালির ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সুকান্ত মজুমদারের অভিযোগ, পুলিশকে সামনে রেখে শেখ সাজাহানের বাহিনী চড়াও হয়েছে গ্রামবাসীদের ওপর।
  • Link to this news (আজকাল)