• পুলিশের ফেসবুকে ফেলুদা থেকে ইলিশ
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • সব্যসাচী সরকার: পুলিশের ফেসবুকে ফেলুদা থেকে ইলিশ। অপরাধের কিনারা এবং সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি বৈঠকি মেজাজে বিভিন্ন লেখা থাকবে। রাজ্য পুলিশের ফেসবুক পেজে প্রতি বৃহস্পতিবার বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস নিয়ে লেখা প্রকাশিত হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার থাকবে এই ধরনের লেখা। এই স্তম্ভের নাম হবে "বিষ্যুদবারের গপ্পো"। এতদিন রাজ্য পুলিশের সমাজ মাধ্যমের ওই পাতায় অপরাধ সম্পর্কে সতর্ক বার্তা থাকত। থাকত অপরাধী ধরার সাফল্যের কথাও। কিন্তু, রাজ্যের বিভিন্ন অংশ থেকে, এমনকী রাজ্যের বাইরে থেকেও বহু বাঙালি চেয়েছেন ভিন্ন স্বাদের লেখা। বহু বছর ধরেই কলকাতা পুলিশ অপরাধ ও ইতিহাস সংক্রান্ত নানা স্বাদের লেখা প্রকাশ করে আসছে। হাজার হাজার পাঠক তা পড়েন। পশ্চিমবঙ্গ পুলিশ আনছে "বিষ্যুদবারের গপ্পো"। তবে শুধু "গপ্পো" নয়, তথ্যও। বাংলার সংস্কৃতির খবরাখবর শুধু নয়, সেখানে অনেক জানা বা অজানা তথ্যের হালহদিশ জানা যাবে। থাকবে ফেলুদা থেকে ফুটবল, নবীন ময়রা থেকে নকুড়ের জলভরা সন্দেশের খবরও। এখানেই শেষ নয়, লেখার স্বাদে বদল আনতে চিংড়ির মালাইকারি, ভাপা ইলিশ তৈরির রন্ধনপ্রণালি ও তার ইতিহাসও থাকবে। রাজ্য পুলিশ জেলাভিত্তিক বিভিন্ন অপরাধের কিনারার খবর দিয়ে থাকে। কিন্তু তা একঘেয়েমি লাগছে বলে বহু পাঠক জানিয়েছেন। তাই এই নতুন উদ্যোগ। এক একদিন এক এক রকম লেখা থাকবে। দুর্গাপুজো থেকে শুরু করে বইমেলা, বাংলার নানা প্রান্তে যে সমস্ত ঐতিহ্য রয়েছে, তার এক চিত্র পাবেন পাঠকরা। জানা গেছে, ইতিমধ্যেই বাংলার সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে কাজ শেষ হয়েছে। এখানে থাকবে হারিয়ে যাওয়া রান্নার সুলুকসন্ধান। থাকবে বাংলার মনীষীদের জানা ও অজানা নানা কথা। এই ফেসবুক পেজটিতে "বিষ্যুদবারের গপ্পো" এমনভাবেই সাজানো হয়েছে, যাতে সব বয়সি পড়ে আনন্দ পান। থাকবে অনেক বিরল বইপত্র সম্পর্কে খোঁজ। জানা গেছে, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত এমন দুষ্প্রাপ্য ছবিও লেখার সঙ্গে থাকবে। এছাড়াও পুরনো দিনের ভবনের ইতিহাসও থাকবে ওই "গপ্পো"তে। আর মাত্র কয়েকদিন। বাড়িতেই থাকুন বা বাসে-ট্রেনে-ট্রামে- জানতে থাকুন বাংলা সংস্কৃতির দশদিগন্ত।
  • Link to this news (আজকাল)