• ফসল সুরক্ষা নিয়ে আলোচনা
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উন্নতমানের ফসল ও তার সুরক্ষা নিয়ে একটি কনক্লেভের আয়োজন করেছিল দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)। শুক্রবার "ক্রপ প্রোটেকশন কনক্লেভ" শীর্ষক এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। ছিলেন এনআরএএ"র সিইও এবং কমিশন অফ ডাবলিং ফার্মার্স ইনকাম-এর চেয়ারম্যান ড.অশোক দলাই, ক্রপ লাইফ ইন্ডিয়া"র চেয়ারম্যান ড. কেসি রবি এবং বিসিসিআইয়ের অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কমিটি"র চেয়ারপার্সন ড. জয়ন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে পঞ্চায়েতমন্ত্রী বলেন, "রাজ্যে বছর বছর ধান উৎপাদন বাড়ছে। কারণ, দেশের চাষের ক্ষেত্রে উন্নতি হয়েছে।" এবিষয়ে তিনি দেশে উৎপাদিত কৃষিপণ্যের সঙ্গে বিদেশ থেকে আমদানি করা ধান ও বীজের তুলনার ওপর জোর দেন। সেইসঙ্গে বলেন, "ভুট্টা উৎপাদন বৃদ্ধির জন্য পোল্ট্রি শিল্পও উপকৃত হচ্ছে।" ড. অশোক দলাই জানিয়েছেন, কৃষিক্ষেত্রে সমস্যাগুলি বুঝে সেগুলোর সমাধান বের করাটা গুরুত্বপূর্ণ। ড. জয়ন্ত চক্রবর্তী বলেন, দেশে কৃষিতে দ্রুত বৃদ্ধির জন্য সার, কীটনাশকের ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যা দেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধান ও গম উৎপাদনকারী হিসেবে তুলে ধরছে। এই কনক্লেভের উদ্দেশ্য ছিল কৃষিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ বা সার বা কীটনাশকের মতো জিনিসগুলির তাৎপর্য ও কার্যকরী দিকের ওপর আলোকপাত করা। সেইসঙ্গে বাণিজ্যিক সুযোগ সুবিধার ওপর জোর দেওয়া ও কৃষিক্ষেত্রে উন্নতির জন্য পদ্ধতিগত বিভিন্ন বিষয়ে আলোচনা করা।
  • Link to this news (আজকাল)