পাকিস্তানের নির্বাচনে ইমরান খান ও নওয়াজ শরিফ দুজনেই জয়ের দাবি করেছেন। দেশের বিভিন্ন স্থানে হিংসার খবর পাওয়া গেছে। রাজনৈতিক অস্থিরতা রাস্তায় নেমে এসেছে। বরাবরের মতো এবারও নির্বাচনী কারচুপির অভিযোগ উঠেছে। পাকিস্তানের ৮ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) নির্বাচন ইতিমধ্যেই প্রতিবেশী দেশটিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও জেলবন্দি ইমরান খানের অনুগত নির্দলরা নির্বাচনে এগিয়ে থাকার দাবি জানিয়েছেন। কিন্তু, প্রশ্ন হল যে তাঁরা কি আদৌ সরকার গঠন করতে পারবেন?