টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিশান গত নভেম্বর থেকে জাতীয় দলে নেই। তিনি মানসিক অবসাদের কথা উল্লেখ করে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর মাঝপথে ত্যাগ করেন। তারপর থেকে ঈশান প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি। যদিও সংবাদমাধ্যমের একাংশের দাবি, তিনি বরোদায় হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে প্রশিক্ষণ চালাচ্ছেন।