বিদ্যা, সঙ্গীত ও শিল্পের দেবী মা সরস্বতীর পুজো মানেই বাঙালিদের কাছে ভালোবাসার দিন। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো হয়। তবে সারা দেশেও এই দিনটি নানা ভাবে পালিত হয়। সর্বত্র সরস্বতী পুজোর রেওয়াজ না থাকলে বসন্ত পঞ্চমী পালনের রীতি রয়েছে নানা জায়গায়। বসন্ত পঞ্চমী মানেই হলুদ শাড়ি, পাঞ্জাবি, কুর্তা-পায়জামায় সেজে ওঠার দিন। কেন হলুদ রঙের পোশাক পরা হয় এ দিনে?