• Tiffin Recipe: বাচ্চাকে টিফিনে কী দেবেন ভেবে আকুল? ট্রাই করুন চিকেন র‍্যাপ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • Chicken Wrap:

    বাচ্চাদের টিফিনের জন্য এমন পদ বেছে নিতে হবে যাতে কম সময়ে পেট ভরা ও মুখরোচকও হয়। কিন্তু রোজ রোজ এমন পদ বানাবেন কীভাবে! ভেবেই নাজেহাল অবস্থা হয় বহু মা-বাবার। কিন্তু এবার আর চিন্তা নেই, মুশকিল আসান করবে চিকেন র‍্যাপ। বাড়িতে যদি চিকেন, চিজ, রুটি থাকে-তা দিয়ে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন চিকেন ব়্যাপ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)