এবার চোরের খপ্পরে ক্রিকেট দুনিয়ার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। রাস্তা-ঘাট বা বিদেশের মাটিতে নয়। খোদ বেহালায় তাঁর বীরেন রায় রোডের বাড়ি থেকেই ফোন চুরি গিয়েছে বলে অভিযোগ। আর, সেই অভিযোগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে এমনটাই জানা গিয়েছে।