• কাল বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, রোহিতদের বদলা নিতে পারবেন উদয়রা' ...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্বমঞ্চে আবার আমনে-সামনে ভারত-অস্ট্রেলিয়া। আবার একটা বিশ্বকাপ ফাইনাল। রোহিতদের বদলা কি নিতে পারবেন উদয়রা? নভেম্বরে আহমেদাবাদের মোতেরায় ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। তিন মাসের মাথায় প্রতিশোধ নেওয়ার সুযোগ ভারতের জুনিয়রদের সামনে। রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। অন্য সেমিফাইনালে শেষ ওভারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দু"দলই গ্রুপ শীর্ষে থেকে অপরাজিত তকমা নিয়ে ফাইনালে পৌঁছেছে। দুই দলের প্রতিভাবান ক্রিকেটারের ছড়াছড়ি। দুই অধিনায়ক উদয় সাহারন এবং হিউজ ওয়েবজেন নজর কেড়েছেন। এর আগে দু"বার ২০১২ এবং ২০১৮ সালে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দেশ। দু"বারই জেতে ভারত। সুতরাং কিছুটা অ্যাডভান্টেজ আছে উদয়দের। সেমিতে তাঁর সঙ্গে শচীন দাসের পার্টনারশিপ ভারতকে ফাইনালে তুলেছে। আরও একবার সেরাটা দেওয়ার জন্য তৈরি তাঁরা। ফাইনালের আগে ভারত অধিনায়ক উদয় বলেন, "বিলিয়ন ভারতবাসী আমাদের ঘিরে স্বপ্ন দেখছে। বিশ্বকাপের যাত্রা আমাদের কঠোর পরিশ্রম, একতা এবং ক্রিকেটের প্রতি ভালবাসার প্রমাণ। ফাইনাল লড়াইয়ে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যা পরবর্তী প্রজন্মকে উদ্দীপ্ত করবে। এটা শুধুমাত্র একটা ম্যাচ নয়, ইতিহাসে নিজেদের নাম লেখানোর সুযোগ। প্রথম ম্যাচ থেকেই আমরা ট্রফির লক্ষ্যে খেলেছি। আমরা ট্রফি থেকে একধাপ দূরে আছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালেও নিজেদের সেরাটা দেব। দেশকে গর্বিত করার জন্য আমরা তৈরি। অধিনায়ক হিসেবে দলের থেকে এর থেকে বেশি কিছু চাইতে পারতাম না। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা।" অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে তুল্যমূল্য লড়াইয়ের পর ভারতের বিরুদ্ধে একই মনোভাব নিয়ে নামতে তৈরি অস্ট্রেলিয়ার জুনিয়ররা। রোহিতদের স্বপ্ন সফল করতে পারবেন কি উদয়রা? 
  • Link to this news (আজকাল)