• দেশে চিকিৎসকদের অন্যতম প্রখ্যাত সংগঠনের মাথায় এলেন এই বঙ্গসন্তান ...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের জাতীয় স্তরে বাঙালির জয়। দেশের নামকরা চিকিৎসক সংগঠন ইউরোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া"র সেক্রেটারি হলেন এক বঙ্গসন্তান। অধ্যাপক ডা. উত্তম মেটে। প্রখ্যাত এই ইউরোলজিস্ট এইমুহুর্তে চণ্ডীগর পিজিআইএমইআর-এ ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান। উল্লেখ্য, এই প্রথম কোনও বাঙালি এই সংগঠনের সেক্রেটারি হলেন। হুগলির তারকেশ্বরের বাসিন্দা হলেও পরবর্তী সময়ে ডা. উত্তম মেটে চলে আসেন হাওড়ার শিবপুরে। কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভের জন্য চণ্ডীগড় পিজিআইএমইআর-এ ভর্তি হন। সেখানেই শল্য চিকিৎসায় স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর লাভ করেন ইউরোলজিতে সুপারস্পেশালিটি ডিগ্রি। পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানেই যোগদান করেন তিনি। রোগীদের একটার পর একটা জটিল সমস্যার সমাধান খুব দ্রুতই তাঁকে চিকিৎসক মহলে আলাদাভাবে পরিচিত করে তোলে। ইউরোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এবং এই সংগঠনের সেক্রেটারি হিসেবে তিনি কী ভাবছেন তা জানাতে গিয়ে ডা. উত্তম মেটে বলেন, "বিশ্বের বিভিন্ন স্থানে ইউরোলজি নিয়ে কী কী আধুনিক মতামত তৈরি হচ্ছে এবং এর নানারকম অস্ত্রোপচার কীভাবে হচ্ছে তা এই সংগঠন ভিডিও বা নানারকম কনফারেন্স বা সিম্পোজিয়াম-এর মাধ্যমে চিকিৎসকদের কাছে তুলে ধরে। আমার কাজ হবে এই বিষয়গুলিতে আরও জোর দেওয়া।"
  • Link to this news (আজকাল)