• ভোট বেশি দূরে নয়, এখন থেকেই অনেকে ভীত: প্রধানমন্ত্রী
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ১৭ তম লোকসভার অধিবেশনের শেষ দিনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের আগে সংসদের অধিবেশনের শেষ দিন মোদি কী বলেন, সে দিকে স্বাভাবিক ভাবেই নজর ছিল রাজনৈতিক মহল থেকে গোটা দেশবাসীর। সেখানেই একাধিক বিষয় তুলে ধরেন মোদি। সেখান থেকেই ফের একবার বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভোট বেশি দূরে নয়, এখন থেকেই অনেকে ভীত। প্রধানমন্ত্রী বলেন, এই প্রথম কাগজহীন সংসদ চালু হয়েছে। বিগত ৫ বছরে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আগামী ২৫ বছর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহিলাদের উন্নয়নের প্রসঙ্গ ছিল এদিন প্রধানমন্ত্রীর ভাষণে। তিনি বলেন, দেশের সর্বত্র মহিলাদের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। ১৭ তম লোকসভা তিন তালাক থেকে মুক্তি দিয়েছে। এরফলে মহিলাদের অধিকার ফিরে এসেছে। আগামী দিনে সংসদে আরও মহিলা সাংসদ দেখতে পাবে দেশবাসী।করোনাকালের কথা এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার সঙ্কট গোটা দেশে ছিল। তবে সেই সময়ও উন্নয়ন থমকে থাকেনি। সংসদের অধিবেশন সেই সময়ও চলেছে। প্রধানমন্ত্রী বলেন, ৩৭০ বিলোপে কাশ্মীরে শান্তি ফিরেছে। ফলে সেখানকার মানুষরা অনেক বেশি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত বিশ্বকে নতুন দিশা দেখিয়েছে। রূপান্তরকারীদের আলাদা স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে তাঁরাও এখন কোনও দিক থেকে পিছিয়ে নেই। মোদি বলেন, দেশে এখন নেতিবাচক মনোভাবের জায়গা নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া আইন আনা হয়েছে। আর্থিক ক্ষেত্রে বড় সংস্কার হয়েছে। জি ২০ সম্মলনে গোটা বিশ্ব অংশগ্রহণ করে ভারতকে অন্য এক মর্যাদা দিয়েছে। 
  • Link to this news (আজকাল)