• সূচিতে কাঁটছাঁট হলেও, সাড়ম্বরে প্রস্তুতি ত্রিবেণী কুম্ভমেলার...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন: শর্তসাপেক্ষে অনুমতি পাওয়ার পরেই শুরু হয়ে গেছে ত্রিবেণী কুম্ভমেলার চূড়ান্ত প্রস্তুতি। শনিবার কুম্ভমেলা পরিচালন সমিতির তরফে ত্রিবেণী সপ্তর্ষি ঘাট পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিবেণী কুম্ভ মেলার মুখ্য আহবায়ক কাঞ্চন ব্যানার্জি, ওঙ্কারনাথ মিশনের সভাপতি প্রিয়নাথ চ্যাটার্জি, ইতিহাসবিদ অশোক গাঙ্গুলী, স্বামী উত্তমানন্দ গিরি সহ একাধিক সাধু সন্তরা। ইতিহাসবিদ অশোক গাঙ্গুলি বলেন, "কানাডিয়ান লেখক এলান মরিনিসের একটি বইয়ে ত্রিবেণী কুম্ভের উল্লেখ রয়েছে। পুরাণেও ত্রিবেণীর উল্লেখ রয়েছে। মাঘ সংক্রান্তিতে বহু মানুষ এখানে স্নান করেন।" মুখ্য আহ্বায়ক কাঞ্চন ব্যানার্জির বক্তব্য, "আগামী দিনে ত্রিবেণীকে হেরিটেজ শহর ঘোষণার জন্য আবেদন জানানো হয়েছে। বাঁশবেড়িয়া থেকে ত্রিবেণীর সাত কিলোমিটারের মধ্যে ২৪টি ঘাট আছে। সেগুলোকে সংস্কার করে ধর্ম নগরী তৈরি করুক কেন্দ্রীয় সরকার।" প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি বিকেল থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা। উপস্থিত হবেন দেশ বিদেশের সাধুরা। পরের দিন নগর কীর্তনের পর হবে শাহী স্নান।
  • Link to this news (আজকাল)