• হাঁস দিয়ে গৃহবধূর পাশে হুগলি মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তর
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন: হাঁসের ডিম বিক্রি করেই সংসার চলে চুঁচুড়ার সিংহীবাগানের বাসিন্দা ইতি বিশ্বাসের। বাড়িতে ১০টি হাঁস পুষেছিলেন তিনি। তাদের পাড়া ডিম বিক্রি করেই হাঁড়িতে চাল ফুটত ইতিদেবীর। এরই মধ্যে হঠাৎই মৃত্যু হয় তিনটি হাঁসের। পরিবারের দাবি, তাদের খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তিনটি হাঁসকেই। ময়নাতদন্তের দাবিও তোলেন তিনি। এরই মধ্যে ইতিদেবীর পরিবারের পাশে দাঁড়াল হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তর। শনিবার ওই মহিলার বাড়ি এসে ন"টি ডিম পাড়া হাঁস পৌঁছে দিয়ে গেলেন দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। জানা গিয়েছে, তিনটি হাঁসের মৃত্যুর পর মৎস্যদপ্তরে বিষয়টি জানিয়েছিলেন ইতিদেবী। এরপরই হাঁসগুলির ময়নাতদন্তের ব্যবস্থা করা হয় দপ্তরের তরফে। তার পাশাপশি ইতি বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়াতে নিজে এসে হাঁস দিয়ে যান নির্মাল্যবাবু। জানান, মৃত হাঁস ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তার নেই। উল্টে, কিছু হাঁস দিয়ে যদি পরিবারটিকে সাহায্য করা যায় সে কারণেই এই উদ্যোগ।
  • Link to this news (আজকাল)