• উত্তপ্ত সন্দেশখালি, ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি কাণ্ডে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, সন্দেশখালিতে মহিলাদের উপর হওয়া অত্যাচার নিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দেশখালি নিয়েও পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি। সন্দেশখালির ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে রাজভবনে বিক্ষোভও দেখিয়েছেন বিজেপি বিধায়করা। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালি।জেলিয়াখালিতে শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্ম ও বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। লাঠি হাতে রাস্তায় এলাকার মহিলারা। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। মারধর করা হয়েছে মহিলাদের ওপরেও। ইতিমধ্যেই, সেখানে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ব্লক সভাপতি এবং জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস।
  • Link to this news (আজকাল)