• ২০ বছর ধরে লেককে দূষণমুক্ত রাখার কাজ করে আসছেন সুমিতা
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • তীর্থঙ্কর দাস: রাসবিহারী অ্যাভিনিউয়ের বাসিন্দা সুমিতা ব্যানার্জি। তাকে সবাই চেনেন "লেক মমতা" নামে। ২০ বছর ধরে লেককে দূষণমুক্ত রাখতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে তাঁর নজরদারি। প্রতিদিন সকাল সাড়ে ৫টা থেকে দুপুর পর্যন্ত রবীন্দ্র সরোবরের এপ্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত টহল দেন সুমিতা । তাঁর নজর এড়িয়ে রবীন্দ্র সরোবর নোংরা করা প্রায় দুষ্কর ব্যাপার। টহল দেন লাঠি হাত। পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে তিনি পুলিশ বা কর্তৃপক্ষ দারস্ত হন। সুমিতা ব্যানার্জির মতে, রবীন্দ্র সরোবর ভারতের পাঁচটি জাতীয় লেকের মধ্যে একটি, তাহলে কেন টিকিটের ব্যবস্থা করা হয় না? ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল ২০১৮ সালে নির্দেশ দিয়েছিল রবীন্দ্র সরোবর লেকে ঢোকার জন্য টিকিটের ব্যবস্থা করতে হবে কিন্তু তা এখনও কার্যকর হয়নি। তিনি আরও বলেন সরকার এবং সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে তাহলে একার পক্ষে এই জাতীয় লেক বাঁচানো সম্ভব নয়। একরোখা মনোভাবের জন্য সুমিতা দেবীকে রীতিমতো মান্য় করে চলেন সকলেই।
  • Link to this news (আজকাল)