৪২ বছরের রুট বদলে রামলালাই অযোধ্যার সঙ্গে জুড়ে দিলেন মথুরা, কাশী, বৃন্দাবন...
২৪ ঘন্টা | ১১ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাম্প্রতিক বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 'স্পিরিচুয়াল ট্যুরিজমে'র কথা উল্লেখ করেছিলেন। আগামী মে মাসে ভারত সেই 'স্পিরিচুয়াল ট্যুরিজমে'রই নিদর্শন দেখতে চলেছে।
রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অযোধ্যার প্রতি আকর্ষণ বেড়েছে পুণ্যার্থীদের। তখন থেকেই ভাবনাচিন্তা চলছিল, যদি পুণ্যার্থীরা একই সঙ্গে ঘুরে নিতে পরেন অযোধ্যা, মথুরা ও কাশী, কেমন হবে? যেমন ভাবা, তেমন কাজ। তীর্থযাত্রীদের খুশি করতে অবশেষে বিলাসবহুল ট্রেনে চেপে ওই তিন জায়গায় ভ্রমণ করানোর ব্যবস্থা হয়ে গেল। আর সেই ব্যবস্থার জেরে ৪২ বছর পর রুট বদলাতে চলেছে ভারতের বিশেষ ট্রেন 'প্যালেস অন হুইলসে'র। ১৯৮২ সালের ২৬ জানুয়ারি প্রথম চাকা গড়িয়েছিল প্যালেস অন হুইলসের। তার পর থেকে চার দশকেরও বেশি সময় জুড়ে ট্রেনটি চলেছে নির্ধারিত রুটেই। এই প্রথম রুট বদলাল এই ট্রেনের। বদলে দিলেন স্বয়ং রামলালা। এই ট্রেনে চেপেই এক যাত্রায় ভক্তেরা এবার যেতে পারবেন অযোধ্যা থেকে কাশী, মথুরা, বৃন্দাবনের মতো আধ্যাত্মিক ক্ষেত্রগুলিতে। 'প্যালেস অন হুইলস' বিশ্বের দ্বিতীয় বিলাসবহুল ট্রেন হিসেবে পরিচিত। আগামী মে মাস থেকে নতুন রুটে চলবে এটি। ৬ দিনের একটি 'স্পিরিচুয়াল ট্যুর' হবে এই ট্রেনে। সেই ট্যুরে গন্তব্যে থাকবে অযোধ্যা, বারাণসী, প্রয়াগরাজ, মথুরা ও বৃন্দাবন। এক মাসে দুবার এই রুটে যাবে ট্রেনটি।কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রা চলাকালীন ভক্তিমূলক গান চালানো হবে ট্রেনে। স্থানীয় মানুষজন যাঁরা অপেক্ষাকৃত কম দূরত্বের কোনও গন্তব্যে যেতে চান, তাঁদের জন্য থাকবে বিশেষ ছাড়। 'প্যালেস অন হুইলসে' সাধারণত আমিষ খাবার পরিবেশন করা হয়, তবে ধর্মীয় স্থানগুলিতে যাত্রা করা হবে বলে আমিষ খাবার বাদ দেওয়া হয়েছে, বাদ থাকবে পেঁয়াজ-রসুনও।