Wooden Hub: কাজের খোঁজে আর ভিনরাজ্য নয়, তৈরি ‘মাস্টারপ্ল্যান’! কর্মসংস্থানের জোয়ার আসবে বাংলার এপ্রান্তে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ ফেব্রুয়ারি ২০২৪
Wooden Hub:
খাট, আলমারি থেকে শুরু করে ঘর সাজানোর আধুনিক কাঠের সরঞ্জাম তৈরি হয় বাংলার এই প্রান্তে। এতল্লাটের সুদৃশ্য-টেকসই আসবাব রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রফতানি (Export) করা হয় ভিনরাজ্যেও। এলাকায় ছোট-বড় বহু কাঠের সরঞ্জাম তৈরির কারখানা রয়েছে। সেখানে কাজ করে সংসার চলে কয়েক হাজার পরিবারের। এবার রাজ্যের এই এলাকাটি নিয়েই আরও বড় ভাবনা প্রশাসনের। আগামী দিনে কর্মসংস্থানের জোয়ার বইবে রাজ্যের এই প্রান্তে, আশাবাদী প্রশাসনিক কর্তারাও।