• Uday Saharan: ঠিক যেন রিঙ্কু সিংয়ের ডুপ্লিকেট! এই তারকার জন্যই রবিবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • ICC u19 World Cup final India vs Auatralia:

    আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক উদয় সাহারানের ফ্যান, ফলোয়ার ক্রমশই বাড়ছে। এবার তাঁর হয়ে প্রশংসার সুর চড়ালেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি জানিয়েছেন, উদয়কে দেখে তিনি মুগ্ধ। শান্ত অথচ দৃঢ়চেতা ভারতের অনূর্ধ্ব-১৯ অধিনায়ক দলের সম্পদ, রীতিমতো ম্যাচ উইনার। এমনটাই দাবি অশ্বিনের।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)