• দলের তরফে সাসপেনশনের পরেই গ্রেপ্তার উত্তম সর্দার
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুপুরে সাসপেনশন। আর তার কয়েক ঘন্টা পরেই পুলিশের হাতে গ্রেপ্তার উত্তম সর্দার। তার বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে সন্দেশখালি থানায়। আর এদিন রাতেই সন্দেশখালি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন উত্তম। পাশপাশি, গ্রেপ্তার করা হয়েছে বিকাশ সিং নামে আরও এক ব্যক্তিকে। সূত্রের খবর, এলাকার বিজেপি নেতা ছিলেন তিনি। উল্লেখ্য, ব্লক সভাপতি এবং জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার ধর্নামঞ্চ থেকে একথা জানান পার্থ ভৌমিক। জানান, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশেই সাসপেন্ড করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন উত্তম সর্দার। তারপর থেকেই আর খোঁজ মেলেনি উত্তমের। অন্যদিকে, ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি। তারই মধ্যে উত্তম সর্দারকে গ্রেপ্তার করল পুলিশ।
  • Link to this news (আজকাল)