সঙ্গিনী দখলের লড়াই দুই দাঁতালের। আর এই লড়াইয়ে এক দাঁতালকে ধরাশায়ী করে সঙ্গিনীকে নিজের কব্জায় নিল অপর দাঁতাল। কয়েক ঘণ্টার ধুন্ধুমার লড়াইয়ে তোলপাড় কাণ্ড জলদাপাড়ার (Jaldapara) তিতির জঙ্গলে। পরাজিত হয়ে হলং নদীর ধারে পড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে পরাজিত দাঁতাল। তার কোমরের হাড় ভেঙে যাওয়ায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে দাঁতালটি। যদিও আহত দাঁতালটিকে বাঁচাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বনকর্মীরা। তবে চিকিৎসায় সাড়া মিলছে না। ২৪ ঘন্টাই নজরদারি চলছে বনদফতরের।