Sandeshkhali Incident: সন্দেশখালি কাণ্ডে আটক প্রাক্তন CPM বিধায়ক, দ্বীপাঞ্চলে ঢুকতে বাধা বামেদের, বিক্ষোভে সোচ্চার BJP
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ ফেব্রুয়ারি ২০২৪
Sandeshkhali Incident:
সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে রবিবাসরীয় বঙ্গ রাজনীতির আঙিনা উত্তাল। একদিকে, খাস সন্দেশখালি (Sandeshkhali) ঢোকার মুখে পুলিশি বাধার মুখে সিপিএমের (CPIM) প্রতিনিধি দল। মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee), কণীনিকা বোস (kaninika bose) সহ সিপিএমের প্রতিনিধি দলকে ন্যাজাট (Najat) ফেরিঘাটে বাধা পুলিশের। অন্যদিকে, কলকাতার (Kolkata) বাঁশদ্রোণীর বাড়ি থেকে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদারকে (Nirapada Sarda
তুলে নিয়ে গেল পুলিশ। সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ শিবু হাজরার (Shibu Hazra) অভিযোগের ভিত্তিতে আটক প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরদার। একইদিনে সন্দেশখালিতে নারী নির্যাতন ও জুলুমবাজির অভিযোগে কলকাতা-সহ জেলায়-জেলায় থানা ঘেরাও কর্মসূচি বিজেপির।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)