Farming: বেকাররা এখবর আগে পড়ুন! অল্প দিনেই উপচে পড়া আয়, এব্যবসায় পাশে দাঁড়াচ্ছে সরকার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ ফেব্রুয়ারি ২০২৪
prawn farming:
এলাকার মানুষের রোজগার বাড়াতে তাকলাগানো পদক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন। উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে স্থানীয়দের কর্মোপযুক্ত করে তুলে আয়ের দিশা দেখাতে যুগান্তকারী এক তৎপরতা নিয়েছে ব্লক প্রশাসন। স্থানীয় প্রশাসনিক কর্তাদের দারুণ উৎসাহে খুশি এলাকাবাসীরাও। অল্পদিনেই এলাকার অনেক বেকার তরুণ-তরুণীও প্রশাসনের অভূতপূর্ব এমন তৎপরতায় সামিল হয়ে রোজগার (Income) করতেও শুরু করে দিয়েছেন।