Haldwani: মসজিদ-মাদ্রাসা ধ্বংসে ছড়াল হিংসা, নিহত ৫, জমির মালিকানা নিয়ে ব্যাপক গন্ডগোল
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ ফেব্রুয়ারি ২০২৪
Uttarakhand Haldwani Clash:
উত্তরাখণ্ডের হালদোয়ানি জেলায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রশাসন নাজুল জমিতে একটি মসজিদ ও মাদ্রাসা ধ্বংস করতে অভিযান চালালে হিংসা ছড়িয়ে পড়ে। তাতে, পাঁচ জন প্রাণ হারিয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন। প্রশ্ন হল এই নাজুল জমি কাকে বলে? কীভাবে এই ধরনের জমি ব্যবহার করা হয়? আর যে জমিতে এই অভিযান চালানো হয়েছিল, সেই জমি কি আদৌ নাজুল জমি?