PM Modi In Jhabua: ‘দলিত, আদিবাসী, জনজাতি সমাজ ভোটব্যাংক নয়, দেশের অহংকার’, কংগ্রেসকে বিঁধে ৪০০ পারের বার্তা মোদীর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ ফেব্রুয়ারি ২০২৪
মধ্যপ্রদেশের ঝাবুয়া থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাবুয়ায় পৌঁছানোর আগেই ইন্দোর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতারা। এরপর হেলিকপ্টারে করে ঝাবুয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো মধ্যপ্রদেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাবুয়ায় পৌঁছানোর পরে, মঞ্চে মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রধানমন্ত্রী মোদীকে সম্মান জানান। এরপর মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মোদী। ‘আদিবাসী মহাকুম্ভে’ ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, যে ‘আমি লোকসভা নির্বাচনের জন্য এখানে আসিনি। আমি এসেছি এখানকার জনগণকে ধন্যবাদ জানাতে’।