বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হালদওয়ানিতে হিংসার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, এবং আরও কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে। এই হিংসার ঘটনায় তদন্তের জন্য রাজ্য সরকারও ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।