• কেটে গিয়েছে দুদিন, নির্বাচনের ফল ঘোষণা না হওয়ায় পাকিস্তান জুড়ে বিক্ষোভ পিটিআই সমর্থকদের...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। বৃহস্পতিবার পাকিস্তানে শেষ হয়েছে নির্বাচন। ফল গণনা শুরু হয়েছে শুক্রবার। ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরেও জানানো হয়নি চূড়ান্ত ফল। ফলে, জানা যাচ্ছে না মসনদে আসলে বসবে কে? কখনও দেখা হচ্ছে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছেন, আবার নওয়াজ শরিফ নিজেকে জয়ী ঘোষণা করে বিলাওয়াল ভুট্টোর সঙ্গে জোট সরকার গঠনের ঘোষণা করে দিয়েছেন। এই সবকিছুর প্রতিবাদে রবিবার দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। এর জেরে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে বেশ কিছু জায়গায় পুনঃ নির্বাচন ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হবে।তাঁদের দাবি, ভোট গণনায় কারচুপি চলছে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ফল ঘোষণা করতে হবে। শুধু পিটিআই নয়, অন্যান্য দলের কর্মীরাও যোগ দেবেন মিছিলে। অনেক প্রার্থী ভোটে কারচুপির অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। পাকিস্তান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মোট ২৬৬টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এখনও পর্যন্ত পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা ৯৩টি, নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৩টি এবং বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি ৫৪টি আসনে জিতেছে। অন্যান্যরা পেয়েছে ৩৩টি আসন। কিন্তু এখনও গণনা শেষ না হওয়ায় বিজেতার নাম ঘোষণা হয়নি।
  • Link to this news (আজকাল)