• রিল বানিয়ে শাস্তির মুখে কর্ণাটকের ৩৮ জন জুনিয়র চিকিৎসক
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রিল বানিয়ে বিপত্তি। কর্ণাটকের গাদাগ ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ৩৮ জন জুনিয়র চিকিৎসক শাস্তির মুখে। ১০ দিনের জন্য তাঁদের হাউসম্যানশিপ প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো হল। তাঁদের রিলে দেখা যায় হাসপাতালের করিডরেই জুনিয়র চিকিৎসকরা চিকিৎসার সরঞ্জাম নিয়ে নাচানাচি করছিলেন। তাঁরা সকলেই একটি হিন্দি এবং কন্নড় গানের সঙ্গে তাল মেলাচ্ছিলেন। এই সংস্থার প্রধান ডা. বাসররাজ বম্মানহিলি বলেন, হাসপাতাল চত্বরেই রিল বানিয়েছিলেন এই ৩৮ জন পড়ুয়া। তাঁরা যা করতে চান, হাসপাতালের বাইরে করতেই পারতেন। আমরা কাউকে এমন কিছু করার অনুমতি দিইনি। অন্যদিকে পড়ুয়াদের দাবি, তাঁরা এই কাজ করেন প্রি-গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানের জন্য। হাসপাতাল চত্বরে জুনিয়র চিকিৎসকদের এই রিল নিয়ে নিন্দার ঝড় বয়ে যায় সর্বত্র। 
  • Link to this news (আজকাল)