• সোমবার নীতীশের ‘শক্তিপরীক্ষা’
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিহারে নীতীশ কুমার নেতৃত্বাধীন এনডিএ জোট সোমবার বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় আস্থাভোটের সম্মুখীন হতে চলেছে। সেই সঙ্গে বিধানসভার বর্তমান অধ্যক্ষ আর জে ডি সদস্য অবোধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। উপাধ্যক্ষ মহেশ্বর হাজারি সোমবারের অধিবেশনের সভাপতিত্ব করবেন।বাজেট অধিবেশনের শুরুতেই বিধানসভার কেন্দ্রীয় কক্ষে উদ্বোধনী ভাষণ দেবেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ।প্রসঙ্গত, চলতি বছরেই লালু-তেজস্বীর হাত ছেড়ে ফের বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন পাল্টু কুমার। মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দেওয়ার দিনেই ফের সন্ধেবেলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতীশ। এরপর দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখাও করেন নীতীশ। তাঁর এই সিদ্ধান্তে জোর ধাক্কা খায় ইন্ডিয়া জোট। যদিও কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় এমনটা হবে তাঁরা আগে থেকেই আন্দাজ করেছিলেন।   
  • Link to this news (আজকাল)