• কৃষকদের দিল্লি চলো আন্দোলন ঘিরে হাই অ্যালার্ট জারি রাজধানীতে...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে কৃষকদের দিল্লি চলো আন্দোলন। আগামী ১৩ ফেব্রুয়ারি দিল্লি চলোর ডাক দিয়েছে হরিয়ানার কৃষকদের প্রায় ২০০ সংগঠন। এর যেতে রীতিমত অস্বস্তিতে বিজেপি। হরিয়ানায় ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। পাঁচকুলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সাধারণ মানুষকে মেন রোড এড়িয়ে যাতায়াত করতে বলা হচ্ছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতকরণ-সহ একগুচ্ছ দাবিতে এই দিল্লি চলোর ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে। দিল্লি সীমান্তে কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ। কৃষকদের মিছিল রুখতে ত্রিস্তরীয় ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। হরিয়ানা এবং পাঞ্জাব থেকে যাতে কৃষকরা দিল্লি পর্যন্ত পৌঁছতে না পারেন সে কারণে আগে থেকেই একাধিক ব্যবস্থা নিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ৫০ কোম্পানি আধা সেনাও মজুত করা হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। প্রতিবাদী কৃষকদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশাসনের অনুমতি না মেলা পর্যন্ত মিছিলে অংশ না নিতে। অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে।
  • Link to this news (আজকাল)