• সুগম হচ্ছে মুর্শিদাবাদ-বাংলাদেশ জলপথে বাণিজ্য, সোমে উদ্বোধন নতুন নদী বন্দরের ...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত থেকে বাংলাদেশে জলপথ বাণিজ্য এবার আরও সুগম হতে চলেছে। সোমবার মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের ময়া এলাকায় পদ্মা নদীর ধারে নতুন নদী বন্দর উদ্বোধন হতে চলেছে। কেন্দ্রের জাহাজ এবং বন্দর দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মুর্শিদাবাদের নদী বন্দর থেকে পণ্যবাহী জাহাজ চলাচলের আনুষ্ঠানিক সূচনা করবেন। নদী বন্দর চালু হয়ে গেলে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন পণ্য নিয়ে মালবাহী জাহাজগুলি সরাসরি বাংলাদেশের সুলতানগঞ্জের নদীবন্দরে পৌঁছে যাবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় জল পথ নম্বর ৫ এবং ৬-এর মাধ্যমে সংযুক্ত হয়েছে ভারতের ময়া এবং বাংলাদেশের সুলতানগঞ্জ। মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অংশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত থাকলেও এতদিন বাংলাদেশ থেকে ভারতে বা ভারত থেকে বাংলাদেশে মুর্শিদাবাদ দিয়ে সরাসরি বাণিজ্যের কোনও পথ ছিল না। বনগাঁ সীমান্ত অথবা মালদার মহদিপুর দিয়ে এই জেলার ব্যবসায়ীদের বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি করতে হত। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন,"ময়া-তে নদী বন্দর চালু হয়ে যাওয়ার পর জেলার অর্থনীতি অনেক মজবুত হবে। এই বন্দরের মাধ্যমে খাদ্যদ্রব্য, পাথর প্রভৃতি একাধিক পণ্য বাংলাদেশে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" প্রশাসন সূত্রে জানা গেছে, ময়াতে দু"টি বেসরকারি কোম্পানি প্রায় ৬০ বিঘা জায়গার উপর পদ্মা নদীর ধারে কেন্দ্র সরকারের সহায়তাতে দুটি নদী বন্দর তৈরি করেছে। বন্দরে মালপত্র ওঠানো, নামানো এবং পরিবহনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এর পাশাপাশি বন্দরে যাতে সহজেই মালপত্র নিয়ে যাওয়া যায়, সে কারণে লালগোলাতে রাস্তাঘাটেরও সংস্কার করা হয়েছে। মনে করা হচ্ছে, ময়া-তে নদী বন্দর পুরোদমে কাজ শুরু করলে বছরে প্রায় ২.৬ মিলিয়ন টন মাল জলপথের মাধ্যমে মুর্শিদাবাদ থেকে সরাসরি বাংলাদেশের পৌঁছে যাবে ।
  • Link to this news (আজকাল)