• ফের মুর্শিদাবাদ থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারের পর শনিবার রাতেও মুর্শিদাবাদ জেলা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার অব্যাহত রইল। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ গুরুলিয়া বাসস্ট্যান্ডে এলাকা থেকে এক ব্যক্তিকে একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ গ্রেফতার করে। প্রসঙ্গত, শুক্রবার রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদ এবং ভগবানগোলা থানার পুলিশ দুটি পৃথক ঘটনায় দুটি জায়গায় অভিযান চালিয়ে ৩ ব্যক্তিকে দু"টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে। জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে জেলার সমস্ত থানা এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে খড়গ্রাম থানার পুলিশ গুরুলিয়া বাসস্ট্যান্ড এলাকাতে অভিযান চালায়। সেখান একটি চায়ের দোকান থেকে এক ব্যক্তিকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দু"রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে। খড়গ্রাম থানার এক শীর্ষ আধিকারিক বলেন, ধৃতের নাম নাসির মিঞা। তাঁর বাড়ি মাড়গ্রামের মিঞাপাড়া এলাকায়। ধৃত ব্যক্তি কিছুদিন আগে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েকজনকে ভয় দেখিয়েছিল বলে থানায় অভিযোগ জমা পড়েছিল। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি সে পেয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। 
  • Link to this news (আজকাল)