• সন্দেশখালিতে আটক সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার...
    আজকাল | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালির অশান্তিতে এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করল পুলিশ। রবিবার সিপিএমের প্রাক্তন বিধায়ককে থানায় নিয়ে যায় পুলিশ। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার-সহ ১১৭ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে খুনের চেষ্টা, উস্কানি দেওয়া, বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিক্ষোভে অংশ নিতে বলা, অশান্তি সৃষ্টিতে প্ররোচনা দেওয়া এবং সর্বোপরি বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।প্রসঙ্গত, শনিবারই গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালির তৃণমূল নেতা উত্তম সর্দার। পাশাপাশি গত কয়েক দিন ধরে সন্দেশখালিতে যে অশান্তির ঘটনা ঘটেছে, তাতে প্ররোচনা দেওয়ার অভিযোগে পাকড়াও হয়েছেন বিকাশ সিং নামে এক বিজেপি নেতা। বিকাশ ছিলেন বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি। বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির পর্যবেক্ষক। এই ঘটনার প্রতিবাদা বাঁশদ্রোণী থানার বাইরে বিক্ষোভ দেখায় সিপিএম সমর্থকরা। সাময়িকভাবে তাঁরা রাস্তাও অবরোধ করেন। কেন তাঁকে নিয়ে আসা হল ? প্রমাণ দেখাক পুলিশ, দাবি সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের। 
  • Link to this news (আজকাল)