• যৌন নির্যাতনকারীর পাশেই প্রেসিডেন্ট! বিক্ষোভের চাপে খোয়ালেন পদ...
    ২৪ ঘন্টা | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বাড়িতেই শারিরীক যৌন নির্যাতনের সম্মুখীন হয়েছিল এক শিশু, এবং সেই কাজে সাহায্য করা এক ব্যাক্তিকে নির্দোষ ঘোষনা করেছিলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ক্যাটেলিন নোভাক। এবার সে কারণেই শনিবার পদত্যাগ করতে হল হাঙ্গেরির প্রেসিডেন্টকে। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রাসাদের বাইরে বিরোধী রাজনীতিকদের ক্রমবর্ধমান চাপ এবং বিক্ষোভের পরে এই ঘোষণ সামনে এসেছে৷

    তিনি নিজে স্বীকার করেন যে তিনি ভুল করেছেন এবং তিনি বলেন, ‘আমি আমার পদ থেকে পদত্যাগ করছি’। তিনি আরও যোগ করেন, ‘আমি যাঁদের কষ্ট দিয়েছি এবং যাঁরা এমন ধারণা করেছেন যে আমি তাঁদের সমর্থন করিনি, তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি আছি, আমি ছিলাম এবং আমি শিশুদের এবং পরিবার রক্ষার পক্ষে থাকব‘। নোভাক ২০২২ সালের মার্চ মাসে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। তিনি হ্যাঙ্গেরির প্রথমমহিলা রাষ্ট্রপতি।
  • Link to this news (২৪ ঘন্টা)