যা ছিল শুধুই রোহিতের, তা এখন অজি তারকারও! হয়ে গেল বিশ্বরেকর্ড
২৪ ঘন্টা | ১১ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: যদি প্রশ্ন করা হয় যে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি কার? আপনি যদি রোহিত শর্মার নাম বলেন, তাহলে উত্তরটা আংশিক ভুল হয়ে যাবে এখন। কারণ কিছুক্ষণ আগে পর্যন্তও আপনার উত্তরটি ঠিক ছিল। কিন্তু এই মুহূর্তে টি২০আই-তে পাঁচটি সেঞ্চুরির মালিক আর রোহিত একা নন। ভারত অধিনায়কের বিশ্বরেকর্ডে ভাগ বসিয়ে ফেললেন অজি তারকা গ্লেন ম্য়াক্সওয়েল (Glenn Maxwell)। এখন থেকে যুগ্নভাবে টি২০আই-তে সবচেয়ে বেশি পাঁচ সেঞ্চুরির মালিক রোহিত ও ম্য়াক্সওয়েল। ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় সফররত। জোড়া টেস্ট, তিনটি ওয়ানডে ও সমসংখ্য়ক টি-২০ খেলছে দুই দেশ। ইতিমধ্য়ে টেস্ট ও ওয়ানডে সিরিজে উইন্ডিজকে চুনকাম করেছে অস্ট্রেলিয়া। এমনকী প্রথম টি-২০ ম্য়াচটিও অস্ট্রেলিয়া জিতে নিয়েছে ১১ রানে। রবিবার অর্থাৎ আজ দ্বিতীয় টি-২০ ম্য়াচে মুখোমুখি হয়েছে দুই দল। এডিন অ্যাডিলেড ওভালে টস হেরে প্রথমে ব্য়াট করে অস্ট্রেলিয়া তুলেছে চার উইকেটে ২৪১ রান। এই রানের সিংহভাগই এসেছে চারে নামা মারকুটে ম্য়াক্সওয়েলের ব্য়াট থেকে। ৫৫ বলে ম্য়াক্সওয়েল এদিন ঝোড়ো অপরাজিত ১২০ রানের (১২টি চার ও ৮টি ছয়) ইনিংস খেলেই ইতিহাস লিখে ফেলেছেন। ২১৮.১৮-এর স্ট্রাইক রেটে ব্য়াট করেছেন।এদিন ইনিংস ব্রেকে ম্য়াচের সম্প্রচারকারী চ্য়ানেলে ম্য়াক্সওয়েল বলেন, 'ভালো লাগছে সেঞ্চুরি করে। আমার বাবা-মাও এসেছেন খেলা দেখতে। সত্যি বলতে তাঁদের এই অ্যাডিলেড সফর বেশ কয়েকবার অভিশপ্ত হয়েছে। আমি এই অ্যাডিলেডেই পা ভেঙেছিলাম। তবে ইতিবাচক কিছু করতে পেরে ভালোলাগছে।'পুরুষদের টি২০আই ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানকারী যাঁরা১) রোহিত শর্মা- ১৫১ ম্য়াচে ৫ সেঞ্চুরি